সারা বাংলাদেশের শুরু হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গাতেও চলমান রয়েছে এই কার্যক্রম। আলমডাংগা পৌরসভার এবং এর আশেপাশের মানুষের সুবিধার জন্য আলমডাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হারদি হাসপাতাল) পাশাপাশি এখন থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের জন্য আরও একটি কেন্দ্র চালু করা হয়েছে আলমডাংগা থানার সামনে অবস্থিত আলমডাংগা উপ-স্বাস্থ্য কেন্দ্রে। আপনাদের সুবিধামত যে কোন জায়গা থেকেই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
কারা (COVID 19) করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে পারবেন?
দেশের সব স্থানের ন্যায় আলমডাঙ্গাতেও শুরু হয়ে চলমান রয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম। বর্তমানে ৪০ বছরের উর্দ্ধে যারা তাদের সকরে জন্য করোনা ভাইরাসের ভ্যাসকিন/ টিকাদান উন্মুক্ত। এর নিচে বয়স হলে শুধুমাত্র অগ্রাধিকারভুক্ত হলেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে, ধীরে ধীরে সবার জন্যই এই সুযোগ করে দেয়া হবে। তবে ভ্যাকসিন গ্রহণ করতে সকলকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।
যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন/ টিকা গ্রহন করতে পারবেন নাঃ-
১) ১৮ বছরের নিচে
২) গর্ভবতী মা
৩) বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা
৪) গুরুতর অসুস্থ (acute illness) / হাসপাতালে ভর্তি রোগী
৫) করোনা নেগেটিভ আসার ২৮ দিন পূর্ন হয়নি এমন রোগী
এছাড়া বাকি সবাই নির্দিধায় করোনা ভাইরাসের ভ্যাসকিন/টিকা নিতে পারবেন। হাই প্রেসার, ডায়াবেটিস (নিয়ন্ত্রনে থাকলে), হার্টের রোগী, স্ট্রোকের রোগী, হাপানি এলার্জি রোগী- এদের কারোরই টিকা নেবার ক্ষেত্রে কোন নিষেধ নেই, বরং তারাই টিকা নেবার ক্ষেত্রে অগ্রাধিকারভুক্ত।
করোনা ভাইরাসের ভ্যাকসিন / টিকা প্রদানের সময়সূচীঃ
ভ্যাকসিন/টিকাদান প্রতিদিন (সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল ৮- বিকাল ৩ টা পর্যন্ত চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত। এর পরে ২ সপ্তাহ বাদ দিয়ে আবারো ২ সপ্তাহের জন্য চালু হবে।
অনলাইনে নিবন্ধন করতে যা প্রয়োজন হবেঃ
- জাতীয় পরিচয় পত্র
- মোবাইল নাম্বার
- কিছু তথ্য
কিভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন /টিকার জন্য নিবন্ধণ করবেন?

নিচের লিংক থেকে আপনি খুব সহজেই নিজে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে নিবন্ধন করতে পারবেন আর যদি অনলাইনে নিবন্ধন করতে সমস্যা হয় বা আপনি অসমর্থ হন, তাহলে জাতীয় পরিচয় পত্র হাতে চলে যান স্থানীয় ভ্যাকসিন প্রদান কেন্দ্রে ওনারাই বাকিটা করে দেবেন।
- কোভিডের জন্য রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে থেকে রেজিস্ট্রেশন লিংক ওপেন করে আপনার পেশা বা ধরন সিলেক্ট করলে সরাসরি নিবন্ধনের জন্য যাচাইকরন পেজে নিয়ে যাবে।
- এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে
ফরমের নিচে যে কোডটি দেখতে পাচ্ছেন সেটা বক্সে হুবহু লিখে ’যাচায় করুন’ বাটনটিতে ক্লিক করুন। - যদি সবকিছু ঠিক থাকে তবে আপনার নাম এবং জন্মতারিখ সহ একটি পৃষ্টা খুলবে সেখানে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার সহ বাকি তথ্য দিয়ে সাবমিট করুন।
- আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি OTP (সাময়িক কোড) আসবে সেটা প্রদান করে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
- এবার টিকা কার্ড সংগ্রহ পেজ ওপেন করে আপনার টিকা কার্ড সংগ্রহ করে নিন। এক্ষেত্রেও আপনার জাতীয় পরিচয় পত্র জন্ম তারিখ দিয়ে মোবাইলে OTP এর মাধ্যমে যাচাই করে কার্ড ডাউনলোড করতে হবে।
- পরবর্তীতে আপনার প্রদত্ত মোবাইল নম্বারে ভ্যাকসিন প্রদানের তারিখ ও স্থান উল্লেখ সহ বর্তা আসলে নির্ধারিত তারিখে উল্লেখিত স্থান তেকে ভ্যাকসিন গ্রহণ করুন।
করোনা ভাইরাস (COVID 19) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন/টিকাদান কমৃসূচীতে অংশগ্রহন করুন। রেজিস্ট্রেশন করে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহন করুন এবং অন্যকে উৎসাহিত করুন। দেশে থেকে কোভিড নির্মুল করতে সকলেরই ভ্যাকসিন গ্রহণ আবশ্যক।